মুন্সিগঞ্জ-৩ আসনের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৪ ডিসেম্বর) গভীর রাতে ইউনিয়নের চৈতারচর এলাকায় এ ঘটনা ঘটে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ নৌকার সমর্থকদের।
স্থানীয়রা জানায়, গত দুইদিন আগে চৈতারচর এলাকায় মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা ক্যাম্পটি তৈরি করে। গতকাল রাতেও ক্যাম্পটি ঠিক ছিল। তবে সোমবার সকালে দেখা যায়, ক্যাম্পের পোস্টার ও প্যান্ডেলের কাপড় ছিড়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে নৌকার সমর্থক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, রাতে প্রচার-প্রচারণা শেষে কর্মীরা বাড়ি গিয়েছিল। সকালে জানতে পারি, কাঁচি প্রতীকের সমর্থকরা ক্যাম্পে ভাঙচুর করেছে। পর এসে দেখি ক্যাম্পের সব চেয়ার ফেলে দেয়া হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মুজিবর ও মনির মেম্বারের নেতৃত্বে রাতে এ হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।
তবে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানা ওসি (তদন্ত) আনসারুজ্জামান জানান, নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ ও সত্য-মিথ্যা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।