মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভাতিজার গুলিতে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার গভীররাতে খ্রিস্টান পল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানান।
নিহত মাইকেল রোজারিও’র (৭২) বাড়ি ওই এলাকায়।
এ ঘটনায় মাইকেলের ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিও জানান, মাইকেলের সঙ্গে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়ই স্বপরিবারে আমেরিকায় থাকেন।সম্পত্তির বিরোধ মেটাতে প্রায় দুমাস আগে তারা বাংলাদেশে আসেন।
নয়ন বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি উপস্থিত থেকে মাইকেল ও গেনেটের জমিজমার বিরোধ সমাধান করেছেন। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে গেনেট তার চাচাকে গুলি করে।
“ঘরের বাইরে থেকে গুলিটি ছোড়া হয়। স্টিলের জানালা ভেদ করে তা মাইকেলের শরীরে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.কামরুজ্জামান বলেন, হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুকের ভেতর তিনটি গুলি ছিল। এর মধ্যে একটি গুলি ছোড়া হয়েছে।