মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেনাপোল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার সময় রেল স্টেশন রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বেনাপোল ডায়াগনষ্টিক সেন্টারে সেবা সমূহ: আল্ট্রাসনোগ্রাম,ইসিজি,প্যাথলজি ও ডিজিটাল এনালাইজার মেশিন দ্বারা ২০০ প্রকার রক্ত ও হরমন পরীক্ষা করা হবে।
সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান,বেনাপোল বাজার কমিটি’র সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,ডা. আব্দুর মান্নান,সেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু প্রমুখ।