মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। বুধবার রাতের এই দুর্ঘটনায় আরও তিন আরোহী গুরুতর আহত।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ, আসিউত-এ হয় এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মহাসড়কে হঠাৎ-ই একটি বাস ঘুরে চলা শুরু করে। তাতে মালবাহী একটি ট্রাকের সাথে হয় সংঘাত। মুহূর্তেই দুটি যানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে যানগুলোর চালকরা। ভস্মীভূত হন হতভাগ্য আরোহীরা সবাই।
সড়ক ও পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়, ঐ রাস্তাটির সংস্কার কাজ চলছিলো। তাই ছিলো না কোন রোডসাইড লাইট। একেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন উদ্ধারকর্মীরা। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।
Drop your comments: