চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর প্রাত্তন ব্যাচ আলোড়ন ২০ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার ২২মার্চ বিকাল ৪টায় বাকর আলী স্মৃতি সংসদ কার্যালয়ে আলোড়ন ২০ এর সদস্য বৃন্ধদের উপস্থিতিতে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্কাস উদ্দিন,সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল আলম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনোয়ার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুদ্দীন,মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওসমান গণি,সহ আলোড়ন ২০ এর সদস্য বৃন্ধরা।
এ সময় আলোড়ন ২০ এর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা সত্যি আনন্দিত যে আমাদের প্রিয় শিক্ষক রা আমাদের মূল্যবান সময় দিয়েছেন,সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।
ভবিষ্যতে আলোড়ন ২০ গরীব অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান।