মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও যশোর জেনারেল হাসপাতাল এবং বেসকরারি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার যশোর শহরের দড়াটানা মোড়, হাসপাতাল মোড় এবং জেনারেল হাসপাতালের ভেতরে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন,হাসপাতালের আর এম অও ডা.আরিফ ও সামাদ উপস্থিত ছিলেন।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মাস্ক ছাড়া সেবা নয় এ প্রচারটি সবাইকে জানাতেই এ মানবন্ধনের আয়োজন করা হয়েছে। যে কোন সেবা নিতে হলে মাস্ক পরতে হবে। এজন্য জেলার সকল সেবাদাতা প্রতিষ্ঠান আজ এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। আমরা চাই করোনার দ্বিতীয় ঢেউ থেকে সবাই রক্ষা পাক।মানবন্ধন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।