করোনার কারণে মালয়েশিয়ায় আটকে পড়া ১৪০ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফিরেছেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যাত্রীদের নিয়ে ফ্লাইটি বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের অধিকাংশই মালয়েশিয়ায় পড়াশোনা ও ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলেন। এছাড়া প্রবাসী শ্রমিকও ছিলেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফেরা এসব বাংলাদেশি মালয়েশিয়া থেকে স্বাস্থ্য সনদপত্র নিয়েই এসেছেন। তাদের কেউ করোনা সংক্রমণ নয়। তবে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
এর আগে কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশের আরেকটি বিশেষ ফ্লাইটে ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।
Drop your comments: