![IMG_20201104_173251](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/11/IMG_20201104_173251.jpg)
এবারের মার্কিন নির্বাচনে আবারও নির্বাচিত হয়েছেন আলোচিত দুই ডেমোক্রেট নারী প্রার্থী ইলহান ওমর ও রাশিদা তালিব।
মার্কিন কংগ্রেসের ৫ম জেলা মিসিসোটায় ৬৪.৬% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে হারিয়ে বিজয়ী হন ডেমোক্রেট প্রার্থী ইলহান ওমর। অন্যদিকে ১৩তম জেলা মিশিগানে ৬৫.৫% ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে বিজয়ী হন ডেমোক্রেট প্রার্থী রাশিদা তালিব।
Drop your comments: