ফোর্বস ম্যাগাজিনের মার্কিন ধনীদের তালিকায় আবারও শীর্ষে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মঙ্গলবার শীর্ষ ৪শ’ ধনকুবেরের নতুন তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
তাদের মোট সম্পদের পরিমাণ ৩ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের ওপর। গত বছরের তুলনায় যা ৮ শতাংশ বেশি। এই নিয়ে পরপর তিন বছর ধরে সম্পদশালীদের তালিকায় এক নম্বরে জেফ বেজোস।
চলতি বছর জুলাই পর্যন্ত তার সম্পদের পরিমাণ ১৭৯ মার্কিন ডলার। গত বছরের তুলনায় বেড়েছে ৫৭ শতাংশ।
তালিকায় দ্বিতীয় অবস্থানে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে মহামারি পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়।
৭৬ ধাপ নেমে তালিকার ৩৫২তে স্থান পেয়েছে তার নাম। এবার ১৮ নতুন মার্কিনি ঢুকেছেন তালিকায়। এদের মধ্যে আছেন জুম ভিডিও কমিউনিকেশনের সিইও এরিক ইউয়ান।
Drop your comments: