মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মানুষের চোখের সামনে আগুনে পুড়েছে একটি নতুন প্রাইভেটকার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে বাগআঁচড়া বাজারের নিউ মার্কেট সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান,শার্শার বাগআঁচড়ায় একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।প্রাইভেটকারের তারে ল্যুজ কানেকশন থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক জিল্লুর রহমান বলেন, বাগআঁচড়া নিউ মার্কেটের পাশে প্রাইভেটকারটি আজ কলারোয়া থেকে ক্রয় করে নিয়ে এসে রাখা হয়। হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তীব্রতা বেড়ে যায়। সম্পুর্ন গাড়িতে আগুন লেগেছে পুড়েছে।