জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: স্পেন বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে সম্মেলন প্রস্তুতি সভা গেল সোমবার ( ১৫ মে ) রাতে মাদ্রিদের রাজপুত রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। স্পেন বি এন পি’র আহবায়ক মোজাম্মেল হক মনু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন , আবু জাফর রাসেল।
বক্তব্য রাখেন, নুর হোসেন পাটোয়ারী , জামাল উদ্দিন মনির ,মোরশেদ আলম তাহের,রমিজ উদ্দিন ,হেমায়েত খান , এস এম আহমেদ মনির,সাঈদ মিয়া ,কাজী জসিম, শাওন আহমেদ ,ছানুর মিয়া ছাদ ,শহিদুল ইসলাম ,জাকিরুল ইসলাম জাকি , সিপার আহমদ ,,আসাদ আলী ,আব্দুল মজিদ সুজন ,বিল্লাল হোসেন শাকিল ‘সহ স্পেন বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ২১ ও ২২ মে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয় এবং ৫ ই জুন ২০২৩ স্পেন বি এন পি’র সম্মেলন এর সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কোন প্যানেল অথবা গ্রুপিং করা যাবেনা । তবে শুধুমাত্র সুপার ফাইভ পদে কাউন্সিল হবে | কাউন্সিলে যারা প্রার্থী হবেন তারা কোন প্রকারের প্যানেল ছাড়া একক প্রার্থী হয়ে কাউন্সিল করতে হবে।