অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে দলটি। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ রয়েছে। উক্ত খেলায় টিকিট রাখা হয় নি৷
গত বৃহস্পতিবার দুবাইতে যায় বাংলাদেশ দল। এই সফরে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন সোহান।
সফরে আছেন ১৭ ক্রিকেটার। বিশ্বকাপ দলের সঙ্গে স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনও আছেন এই সফরে।
আজ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে আরব আমিরাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এর আগেও গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। যেখানে বাংলাদেশ জিতে যায় ১৪ রানে। রাত ৯ টায় আবুধাবিতে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জিতলে অপরাজিত থেকেই মূলপর্বে পা রাখবে নিগার সুলতানারা।