মাগুরায় এক অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সদরের দারিয়াপুর গ্রামের একটি বাগান থেকে আগুনে পোড়া একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনায় ওই এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা ছড়িয়ে পড়ে। নৃশংস এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এর দাবী জানিয়েছেন গ্রামবাসী।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে এলাকাবাসী দারিয়াপুর গ্রামের তাহের মোল্ল্যার বাগানে আগুনে পোড়া মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি এক তৃতীয় অংশ পোড়া অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল থেকে জুতা, তাসের টুকরো ও মোবাইলের ভাংগা টুকরা উদ্ধার করে তারা।
এলাকাবাসী জানায়, সকালে বাগানে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বাগান মালিকসহ শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের ধারনা, জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যা বা দূরবর্তী কোন এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যা করে রাতের বেলা এ গ্রামের নির্জন বাগানে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঠিক তদন্ত ও এর সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে ।