মধ্যপ্রাচ্যে সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বল্প সময়ের এ সফরে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব যান তিনি। খবর আল জাজিরার।
বুধবার (৬ ডিসেম্বর) ব্যাপক নিরাপত্তা নিয়ে আবুধাবি যান পুতিন। এসময় তার সাথে চারটি যুদ্ধ বিমান ছিল। প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাকে গান-স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে বৈঠক করেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাজিয়ানের সাথে। এসময় আলোচনা হয় দুই দেশের পারস্পারিক সম্পর্ক ও শক্তি বৃদ্ধি নিয়ে।
এরপর পুতিন সফরে যান সৌদি আরবে। সেখানে বৈঠক হয় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। সেখানে কথা হয় তেল, গাজা ও ইউক্রেন ইস্যুতে।
এর আগে, ২০২২ সালের জুলাইয়ে সবশেষ মধ্যপ্রাচ্য গিয়েছিলেন পুতিন। সেসময় ইরান সফর করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
Drop your comments: