তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:’ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষে মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় লিফলেট বিলি করেছে মৌলভীবাজার পৌর বিএনপি।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান এর নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু এবং পৌর-বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে লিফলেট বিলি করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। এসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা রুনু আহমদ, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি শহিদ আহমদ জুনেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুল হাসান পৌর বিএনপির রাব্বি রহমান, তারেক আহমদ সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।