লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৬৭ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি। বাকি ৩ জন মিসরের নাগরিক বলে জানা গেছে।
ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
তিউনিশিয়ার কোস্টগার্ড জানায়, নৌকা ভেঙে যাওয়ার পর এসব অভিবাসনপ্রত্যাশীরা পানিতে ভাসমান অবস্থায় ছিলেন। নৌবাহিনী এসব অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর তাদের আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দিয়েছে।
আইওএম জানায়, তিউনিশিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের।
আইওএম আরও জানায়, জানুয়ারি থেকে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় তিউনিশিয়ায় ধরা পড়ে। এ সংখ্যা বেড়েই চলেছে।
Drop your comments: