যশোরের অভয়নগরে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেছেন এক নারী। বৃহস্পতিবার (১০ জুন) সকালে ওই নারী অভয়নগর থানায় মামলাটি করেন। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং বাড়ির মালিক বিটু আহমেদকে গ্রেফতার করেছে।
অভয়নগর থানার ইনসপেক্টর মিলন কুমার মণ্ডল বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভয়নগর উপজেলার ভাঙাগেট মশরহাটি গ্রামে বিটু আহমেদের বাড়িতে হাজির হয়। পুলিশকে ভুক্তভোগী ওই নারী জানান, ভোর ৪টার দিকে বিটু ওই নারীর বাসার দরজায় ধাক্কা দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
পুলিশকে ওই নারী আরও জানান, সেই সময় বাড়িতে ওই নারী ছাড়া আর কেউই ছিলো না। বাড়ির মালিক প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। ধর্ষণের পর বিটু আহমেদ তাকে এই ঘটনা কাউকে না বলার জন্য শাসান বলেও তিনি দাবি করেছেন।
ইনসপেক্টর মিলন কুমার মণ্ডল বলেন, বিটু আহমেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।