ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী বিমান চলাচল ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। আজ রবিবার ইমিরেটস এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক মিশন, সরকারী প্রতিনিধিদল, ব্যবসায়ীদের বিমান এবং গোল্ডেন ভিসাধারীরা করোনাবিধি মেনে বিশেষ প্রয়োজনে আমিরাতে প্রবেশ করতে পারবেন।
এর আগে ২৫ এপ্রিল হতে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতের সমস্ত ফ্লাইট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। এর পর ১৪ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। তবে দুই দেশের মধ্যে কার্গো বিমানগুলো প্রভাবিত হবে না বলে ওই সময় জানানো হয়েছিল।
সূত্র: খালিজ টাইমস
Drop your comments: