আমিরাত ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার থেকে ভারত, পাকিস্তানসহ ৬ দেশের যাত্রীদের দুই শর্তে আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়ায় স্বাগত জানিয়েছে ভারতীয় দূতাবাস।
আজ মমঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আমিরাত জানিয়েছে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করা লোকেরা আমিরাতে ফিরতে পারবেন। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ভারতে আটকে পড়া আমিরাত প্রবাসীদের স্বাগত জানিয়ে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন।
উল্লেখ্য, ২৪ এপ্রিল থেকে ভারত-আমিরাত ফ্লাইট বন্ধ ছিল। বাংলাদেশের যাত্রীদের বেলায় এখনো ৭ আগস্ট পর্যন্ত ফ্লাইটের স্থগিতাদেশ বহাল রয়েছে।
Drop your comments: