মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
দীর্ঘ ৩ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে
রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে বন্দর থানা পুলিশ তাদের গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দিতে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন যশোরের মামুন খান, সাতক্ষীরার আরিফুল ইসলাম,মোকসেদ আরী ও আরিফুল, পটুয়াথারীর আলআমিন, নরসিংদির তোফায়েল, ময়মনসিংহের হুমায়ন কবীর।
ফেরত আসা বাংলাদেশিরা জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায় পরে আইনী সহয়তা দিতে ভারতীয় রেছকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় । দির্ঘ তিনবছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ফেরত আসা বাংলাদেশিদেরকে ইমিগ্রেশন থেকে থানায় হস্তান্তর করেন। প্রত্যেককে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।