ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে মুসলিমদের সাথে জড়ানো স্থান ও স্থাপনার নাম বদলে দেয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এবার এই রাজ্যে দেড়শো বছরের পুরানো ফৈজাবাদ স্টেশনের নাম বদলে দেয়া হলো। এই স্টেশনটির নতুন নাম রাখা হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন।
কেউ কেউ ইতিবাচকভাবে দেখলেও অধিকাংশ মানুষই এই ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন। সাধারণ লোকজন বলছেন, মাত্র ১০ কিলোমিটার দূরেই অযোধ্যা নামে একটি বড় স্টেশন থাকার পরেও এই জায়গার নাম অযোধ্যা করায় বিভ্রান্তি বাড়বে। এই ঘটনায় পর্যটকরা অযোধ্যার বদলে নতুন এই অযোধ্যা স্টেশনে নেমে নতুন বিড়ম্বনায় পড়বেন বলেও শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। ইতোমধ্যে এই স্টেশনের বোর্ডে পুরানো নাম মুছে নতুন নাম লিখে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে গত সাড়ে চার বছরে একের পর এক মুসলিম জায়গার নাম বদলে গিয়েছে হিন্দু নামে। ইলাহাবাদ, মুঘলসরাই আগেই নাম বদলেছে। স্থানীয় বিরোধীদলের বক্তব্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আর কিছি করুন আর না করুন, একটি কাজ খুব মনোযোগ দিয়ে করেছেন যোগী আদিত্যনাথ। আর তা হলো নাম পরিবর্তন।
সবকিছুর নাম অযোধ্যা হওয়া নিয়ে বিজেপির অনুরাগী একজন বলেন, রামের নগরী অযোধ্যার সব কিছুতেই অযোধ্যা থাকা দরকার।
তবে ইতিহাসবিদদের মত, শুধুমাত্র ধর্মীর মেরুকরণে সুড়সুড়ি দিতেই এই নাম বদল। এর মধ্যে দিয়ে ইতিহাস মুছে দেয়ার চেষ্টা স্পষ্ট। তবে এই প্রবণতা ক্ষতিকর।