ভগবান রামের জন্মস্থান অযোধ্যা আসলে ভারতে নয় তা কাঠমাণ্ডুর কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, রাম ভারতীয়ই নন আসলে তিনি নেপালি। এমনটাই দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। খবর এনডিটিভি।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেন, “আমরা এখনও বিশ্বাস করি যে আমরা সীতাকে রাজকুমার রামকে দিয়েছিলাম অযোধ্যা থেকে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়! এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম (নেপালের একটি জেলা যা রাজধানী কাঠমান্ডু থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত)।
তিনি আরও বলেন, সংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছি। সত্যঘটনাগুলিকে দখল করে নেওয়া হয়েছে। সত্যিকারের অযোধ্যা নেপালে, ভারতে নয়। ভগবান রামও নেপালি, ভারতীয় নন।
নেপালের প্রধানমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করেছেন যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। সংবিধান সংশোধন করে উত্তরাখণ্ডের তিনটি এলাকা সম্প্রতি দেশের মানচিত্রে দেখিয়েছে নেপাল। এছাড়া ভারতের সব বেসরকারি খবরের চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
বিহারের নেপাল-ভারত সীমান্তে রাস্তা ও বাধের কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে নেপাল।