কোভিড নাইনটিনের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে ব্রাজিলে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের বহুল আলোচিত টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলীয় প্রশাসন। ২৮ বছর বয়সী ওই যুবকের দেহে কোভিড নাইনটিনের উপসর্গ দেখা দিয়েছিল। ট্রায়ালে অংশ নিলেও করোনাভাইরাসের টিকা নেয়া বাকি ছিল তার।
জানা গেছে, টিকাটি তিনি নিলে ট্রায়াল স্থগিতের বিষয়ে ভাবতেন গবেষকরা। প্রাথমিকভাবে একটি ছোট নমুনা দলের অংশ হিসেবে ঐ স্বেচ্ছাসেবককে কেবল মেনিনজাইটিসের টিকা দেয়া হয়েছিল। তাই এ পরিস্থিতিতে ভ্যাকসিনটির ট্রায়াল কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে ব্রাজিল এবং অক্সফোর্ডের গবেষক দল। তবে পরীক্ষামূলকভাবে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশ নেয়া কোনো স্বেচ্ছাসেবকের মৃত্যু বিশ্বে এটাই প্রথম।