বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। বলেন, জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করছে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি। আর তাণ্ডব বিএনপি ও দোসরদের পূর্বপরিকল্পিত। খালেদা জিয়া করোনা আক্রান্ত কি না তা নিয়ে জনগণ শঙ্কায় আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Drop your comments: