আজিজুর রহমান দুলাল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ গত ২৪ জুন বুধবার দুপুর ১টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে রহস্যজনক ভাবে স্বামী স্ত্রী রুমের ফ্যানের সাথে ওরনা পেচিয়ে আত্বহত্যা করেছে।খোঁজ নিয়ে জানা যায় গত তিন বছর আগে রাকিব মোল্যা (২৬) ও ইভা (২৪) তাদের বিবাহ হয়,তাদের মধ্যে কখনও ঝগড়া বিবাদ হয় নাই,সুখে শান্তিতে বসবাস করে আসছিল।
রাকিবের চাচা হাবিব মোল্যা বলেন, ঘটনাস্থলে গিয়ে মৃত্য রাকিবের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচানো দেখি। রাকিব ইভার কোন গন্ডগোল ছিলো না তবে কেনো আত্মহত্যা করলো বুঝতে পারছি না।
মৃত রাকিব ও ইভা কে উদ্বার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত ডাঃ আশিকুর রহমান তাদের কে মৃত্যু ঘোষনা করে।
রাকিব ও ইভার লাশ আলফাডাঙ্গা হাসপাতাল আছে, ময়না তদন্ত হবে কি না, আলফাডাঙ্গা থানার ওসি রিজাউল করিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হবে।