মোট বৈশ্বিক সম্পদের ৪৩ শতাংশই কুক্ষিগত করে রেখেছেন বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র ১ শতাংশ মানুষ। মহামারি ও লকডাউনের প্রভাবে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি শীর্ষ ধনী পরিবারগুলো।
২০২০ ক্রেডিট সুইস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়েছে, ধনকুবেরদের বিপরীতে বিশ্বের ৫০ শতাংশ মানুষের হাতে রয়েছে বৈশ্বিক সম্পদের মাত্র ১ শতাংশ। ২শ’ দেশের ৫২০ কোটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যক্তিগত সম্পদের তথ্য যাচাইবাছাই করে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি।
রিপোর্টে বলা হয়, ২০১৯ সাল ছিল সম্পদ বাড়ানোর বছর। ৩৬ ট্রিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে গেলো বছর। কিন্তু মহামারির কারণে চলতি বছরের প্রথম তিন মাসেই হ্রাস পেয়েছে সাড়ে ১৭ ট্রিলিয়ন ডলারের সম্পদ। যদিও এরপর থেকে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সম্পদ বৃদ্ধির গতি।