ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়াম রাজ্যের রাজধানী ব্রাসেলসে ২৭ জন রাষ্ট্রীয় নেতার সম্মিলিত সিদ্ধান্তে বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
গত ২৩ মে বেলারুশ সরকার সাংবাদিককে গ্রেপ্তার করতে মিথ্যা আতঙ্ক ছড়িয়ে তাদের দেশের একটি বিমান ছিনিয়ে দেশে ফেরত আনে।
সাংবাদিক গ্রেপ্তার করতে এমন ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা অনেক দেশ।
গ্রেপ্তারের আগে সাংবাদিক প্রোটাসেভিচের মৃত্যুদন্ড হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। এরইমধ্যে গ্রেপ্তার প্রোটাসেভিচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি বলছেন, সুস্থ্ আছেন এবং তার অপরাধ স্বীকার করে নিচ্ছেন।
দেশটির সাংবাদিক, অধিকার কর্মীসহ দেশটির প্রধান বিরোধী দলের নেতারা ছড়িয়ে পড়া ভিডিওর সমালোচনা করে বলেছেন, প্রোটাসেভিচের চাপের মুখে এসব কথা বলেছেন।