যশোর জেলা প্রতিনিধি: রেলের অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত পরিস্কার পরিচ্ছন্নতা ও রেল ভ্রমনে পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশনের (পশ্চিমাঞ্চল)’র মহাব্যবস্থাপক মামুনুল হক।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত পরিস্কার পরিচ্ছন্নতা ও রেল ভ্রমনে পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্টেশন কতৃপক্ষের সাথে বিস্তর আলোচনা করেন তিনি।
মামুনুল হক বাংলাদেশ রেলওয়ে স্টেশনের (পশ্চিমাঞ্চল)’র মহাব্যবস্থাপক হওয়ার পরে বেনাপোল রেল স্টেশনে এটিই তার প্রথম পরিদর্শন।
বেনাপোল স্থলবন্দর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াতে আরো স্বচ্ছ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে বলে রেল কতৃপক্ষকে আস্বস্ত করেন তিনি।