মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মো. মাহাবুব রহমান (১৬) ও মো. লিটন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেল পুলিশ।
বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) সকালে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, সাদিপুর গ্রামের মো. ছব্বত আলীর ছেলে মাহাবুব রহমান ও বোয়ালিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে লিটন।
বেনাপোল রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেফাতুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্টেশন থেকে ৪কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: