মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: বেনাপোলের নদীতে সাঁতার কাটতে যেয়ে হারিয়ে যাওয়া এক কিশোরের লাশ ৭ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রথমে বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হলে পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধা ৭টা ১০ মিনিটে নিখোঁজ ইমামুলের লাশ উদ্ধার করে।শনিবার(২২ শে আগস্ট) বেনাপোল পোর্ট থানার কোদলা নদীর ধান্যখোলা-ঘিবা জোড়া ব্রিজে এই ঘটনাটি ঘটেছে।
বেলা ১টার সময় কোদলা নদীতে তিন বন্ধু ইকরামুল,রনি ও হাবিবুল্লাহ,ইমাদুল সাঁতার কাটতে যেয়ে ইকরামুল হারিয়ে যায়। ইকরামুল ইসলাম (১৫) ধান্যখোলা গ্রামের দক্ষিনপাড়ার ইমামুল ইসলামের ছেলে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন ও পোট থানার এস আই মাসুম বলেন, বেনাপোল ইউনিটের ৮জনের চেষ্টা ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সন্ধা ৭টার সময় ঘটনাস্থলে এসে ১০ মিনিটে কিশোরের লাশটি উদ্ধার করে তারা।