![InShot_20220415_171018843](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220415_171018843-scaled.jpg)
মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।
শুক্রবার বিকালে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ তল্লাশি করে ২৫ হাজার উন্নতমানের চুরুট আটক করা হয়। আটককৃত চুরুটের মুল্য ৭ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া বলেন, পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ থেকে বিপুল পরিমান চুরুট আটক করা হয়। উন্নতমানের চুরুট কাস্টমসের গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।
Drop your comments: