March 30, 2023, 10:51 am

বেনাপোলে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি সহ পাসপোর্ট যাত্রী আটক

  • Last update: Wednesday, February 15, 2023

মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোলে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি সহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূইয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বেনাপোল আইসিপিতে কর্মরত হাবিলদার মোঃ তোতা মিয়ার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেইন পিলার ১৮/৮-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি কালে তার ব্যাগের মধ্যে হতে ৯,২৬,০০০ হাজার ভারতীয় রুপি ও ২ টি মোবাইল সহ তাকে আটক করা হয়।

Advertisements

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে উক্ত ভারতীয় রুপি সে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন।জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২,২৭,৫০০। ( বারো লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা৷ আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC