মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ও এমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেনাপোল ছোট আঁচড়া এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া, এমএস ডিলার মো. জুলফিকার আলী মন্টু সহ প্রশাসনের কর্মকর্তারা। আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল। প্রতিদিন ৪০০ জন ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।
Drop your comments: