মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে ট্রাক চাপায় আনিকা নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষক – শিক্ষিকাগণ।
বুধবার বেলা ১২টায় স্কুলের সামনে মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে তাদের অবস্থান তুলে নিয়ে ক্লাসে ফিরে যান।
এসময় নিহত স্কুল ছাত্রীর পরিবারের ক্ষতিপূরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবি করেন শিক্ষার্থী ও শিক্ষক- শিক্ষিকাগণ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী আনিকার নিহতের প্রতিবাদে ও বিচার দাবিতে তার সহপাঠীরা বেনাপোল-যশোর মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ট্রাক ও চালক গ্রেপ্তার হওয়ায় পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।