মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল বারোপোতা বাজার এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে যশোর র্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী রুবেল মহিষাডাঙ্গা গ্রামের হাজী মোঃ মোসারফ হোসেন এর ছেলে।
সোমবার(৩১শে আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়।ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।