যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল দৌলতপুর গ্রাম থেকে ১টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগজিনসহ রমজান মোল্লা (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রমজান মোল্লা বেনাপোল থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্র চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে কেনাবেচা করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: