যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বারোপোতা গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক জাহিদুল বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল বারোপোতা গ্রামের জামাল উদ্দিনের আম বাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। এসময় সেখান থেকে ২জন আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের আটকের জন্য অভিযান চলছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটককৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Drop your comments: