মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকালে বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়।
শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল।
এতে অংশগ্রহন করেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল-মামুন জোয়াদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Drop your comments: