যশোর জেলা প্রতিনিধি: সরকারি স্বাস্থ্যবিধি মেনে দেশের দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাউস বেনাপোলে সীমিত পরিসরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
বুধবার রাতে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস ক্লাব সভাকক্ষে এসময় উপস্থিত ছিলেন, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মহাসিন মিলন, সাংবাদিক মো. জামাল হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, কাস্টমস কর্মকর্তা-কর্মচারীসহ সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।