মো. রাসেল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং সহিংস ঘটনার প্রতিবাদে দলীয় কর্মসূচির সিদ্ধান্ত কার্যকর করতে বন্দরনগরী বেনাপোলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ।
রবিবার বিকালে বেনাপোল বাজারস্থ নুর শপিং কমপ্লেক্স এর সম্মুখে আ.লীগের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
সমাবেশে বক্তারা বলেন,”বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ সংবিধান সম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না।