পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে থাকা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ দাবি করেছেন তার ‘বুকে ব্যথা’। এ জন্য তাতে হাসপাতালে নেওয়া হয়েছে। দুদকের সাত দিন রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে তিনি অসুস্থবোধ করার কথা বলায় সোমবার (১৭ আগস্ট) রাতে রমনা থানা হেফাজত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য্য বলেন, আজ তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব ও অন্যান্য সমস্যার কথা বলায় তাকে বিএসএমএমইউ-তে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
১৭ আগস্ট বেলা ১১টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। বিকাল ৫টায় প্রথমদিনের জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানা পুলিশ হেফাজতে পাঠানো হয় সাহেদকে। সেখানেই অসুস্থ বোধ করার কথা জানান সাহেদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার করে ঢাকা আনার পর সাহেদ দাবি করেছিলেন, তার বুকে ব্যথা। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনও সমস্যা পাওয়া যায়নি বলে জানান চিকিৎসকরা।