বিয়ে করেছেন বহুল আলোচিত নারী অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই। বৃটেনে তার বাসভবনে এই বিয়ে সম্পন্ন হয় বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মালালা তার স্বামীর সম্পর্কে কোনো তথ্য না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে চিহ্নিত করেছে আসির মালিক হিসেবে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইপারফরমেন্স সেন্টারের জেনারেল ম্যানেজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি শেয়ার করেছেন মালালা।
ইসলামিক নিয়ম অনুযায়ী তার এই বিয়ে সম্পন্ন হয়েছে। টুইটারে ২৪ বছর বয়সী মালালা লিখেছেন, আমার জীবনের এক অতি মূল্যবান দিন এটা। আসির এবং আমি সারাজীবনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।
বার্মিংহামে আমাদের পারিবারিক বাসভবনে ছোট্ট বিয়ের অনুষ্ঠান হয়েছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন। আমাদের জীবনের চলার পথে একসঙ্গে চলতে চাই। এ জন্য আমরা খুবই উদ্বেলিত। তার এ টুইটে শুভ কামনার বন্যা বয়ে যাচ্ছে। তেমনি পাচ্ছেন অভিনন্দন।