আন্তর্জাতিকমানের বিমানবন্দরে পরিণত হতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
বিশ্বের বড় বড় আন্তর্জাতিকমানের বিমানবন্দরের সব সুবিধা রাখা হবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশের প্রথম বিমানবন্দর হিসেবে থাকবে বিস্ফোরকদ্রব্য শনাক্তকরণ ব্যবস্থা। কেউ বিস্ফোরকদ্রব্য নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেই ধরা পড়ে যাবে।
আবার বিভিন্ন পণ্যের ভেতরে কোনো ব্যক্তি বিস্ফোরকদ্রব্য কিংবা বোমা নিয়ে গেলেও তা জানতে পারবে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ধরনের ব্যবস্থা প্রথমবারের মতো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হবে। এর মাধ্যমে দেশের প্রথম বিমানবন্দর হিসেবে ফাইভ লেভেল সিকিউরিটি সিস্টেমের আওতায় আসবে বিমানবন্দরটি। এ ছাড়াও অগ্নিনিরাপত্তাতেও বিশ্বমানের অত্যাধুনিক ব্যবস্থা রাখা হবে।
বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের পর যে কোনো দিন প্রধানমন্ত্রী সংস্কার ও সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাবে; যেখানে থাকবে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা।