আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষের ঘটনায় আর্মেনীয়দের নিজ দেশের শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার টুইটারে এমন আহ্বান জানান তিনি।
প্রতিবেশী দুই দেশের সংঘাতে আর্মেনিয়ার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পক্ষ থেকে এই হামলাকে আজারবাইজানের বিরুদ্ধে উসকানি বলে উল্লেখ করা হয়েছে। টুইটারে এরদোয়ান আরও লিখেছেন, দখল ও নির্মমতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আজারবাইজানের পাশে ক্রমবর্ধমান সংহতি তুরস্ক অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এরদোয়ান।
রোববার ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পরে আর্মেনিয়া ও আজারবাইজান। এখন পর্যন্ত যুদ্ধে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো শতাধিক। বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই যুদ্ধে ১৬ জন আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। দু’পক্ষেই হতাহত হওয়ার খবর এসেছে। এছাড়াও আর্মেনিয়ান এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আজারবাইজানে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।