শরীয়তপুরের জাজিরায় বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক তরুণী (২১)।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ওই তরুণী উপজেলার বিকেনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিনাউল্লা মাদবর কান্দি গ্রামে ছাত্রলীগ নেতা সুমন মাদবরের (২৫) বাড়িতে অনশন করছেন।
সুমন মাদবর বিকেনগর কিনাউল্লাহ মাদবর কান্দি গ্রামের আলতাফ মাদবরের ছেলে। তিনি সরকারি বিকেনগর বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
এলাকাবাসী জানায়, ছাত্রলীগ নেতা সুমন এবং ওই তরুণী সরকারি বিকেনগর বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। একই কলেজে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর ধরে তাদের এ সম্পর্ক চলছে। সম্প্রতি ওই তরুণীকে অন্যত্র বিয়ে দেয়ার উদ্যোগ নেয় তার পরিবার। তরুণী সুমনকে বিষয়টি জানান ও বিয়ে করতে বলে। কিন্তু ছাত্রলীগ নেতা সুমন বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে শুক্রবার সকাল ১০টা থেকে বিয়ের দাবিতে সুমনের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
ঘটনার পর থেকে সুমন বাড়ি থেকে পালিয়েছেন। যোগাযোগের চেষ্টা করলে সুমনের পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।