বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল) পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত যে সকল প্রার্থীগণ অফার লেটার সংগ্রহ করেছেন তাঁদেরকে আগামী ০১ জুন ২০২১ তারিখে এপিপি শাখা হতে নিয়োগ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: ৪ নভেম্বর ২০১৯ ও ১৪ জানুয়ারি ২০২০ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা ও বিমান ওয়েব সাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে দশ হাজারেরও অধিক দরখাস্ত জমা পড়ে। পরবর্তীতে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হবার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ সর্বমোট ৪৮ (আটচল্লিশ) জন প্রার্থীদের নিয়োগপত্র সংগ্রহ করার জন্য প্রার্থীদের দরখাস্তে উল্লিখিত ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। এছাড়া বিমানের ওয়েব সাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেড অফিস বলাকা, কুর্মিটোলা-এ এপিপি শাখা, মানবসম্পদ উপ-বিভাগে ০১ জুন, ২০২১ সকাল ১০ টায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।