আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ আমিরাতগামী প্রবাসীকর্মীদের বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বহন করবে। শনিবার (২ অক্টোবর) আবুধাবি দূতাবাসে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, প্রবাসীকর্মীরা দেশের রেমিটেন্স যোদ্ধা। তার কথায়, ‘তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য।’ তাই প্রবাসীদের সুবিধার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
Drop your comments: