বিদ্যুতের দাম কমানোর দাবিতে সোমবার (১৬ জানুয়ারি) সারাদেশে বিএনপি সমাবেশ ও মিছিলের আয়োজন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে এক গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবিতে এদিন গণঅবস্থান কর্মসূচি আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আজকে একটা যুগের সন্ধিক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যখন এখানে কথা বলছি, তখন কেরানীগঞ্জ কারাগারে ৬ শতাধিক নেতাকর্মী অবর্ণনীয় কষ্টে আছে।
চলমান আন্দোলনে সারাদেশে বিএনপির ১৫ জন নেতাকর্মী নিহত হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আজ এই মুহূর্তে গণতন্ত্রের মুক্তির জন্য কারা অন্তরীণ আছেন বেগম খালেদ জিয়া।
এই বিএনপি নেতা অভিযোগ করে বলেন, যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পালিত হওয়া ফরিদপুর ও ময়মনসিংহের গণঅবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ-আওয়ামী লীগ হামলা চালিয়েছে। পুলিশ গুলি চালিয়েছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছে।