March 24, 2023, 3:13 am
সর্বশেষ:
বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে: ওবায়দুল কাদের আওয়ামী লীগ ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে ঝড়ের কবলে ৬শত পরিবার ক্ষতিগ্রস্ত মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শার্শায় উন্মুক্ত কারিগরি ফ্রি ট্রেনিং সেন্টার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা সিরাজগঞ্জে প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে র‍্যাব -১২ পসবিদ সংস্থার প্রধান নির্বাহী আজাদের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন আমিরাতে নানা আয়োজনে বাঁধন থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্পেনে সাংবাদিক ইকবাল করিম নিশানকে সংবর্ধনা দিল প্রবাসীরা

বিক্রিত জমি পীরের নামে দান

  • Last update: Sunday, December 18, 2022

আবু তালহা,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বিক্রি করা জমি নাটোর সিংড়ার খরজগাড়ী দরবার শরীফ, জৌনপুর খরজগাড়ী শাহ কারামাতিয়া দরবার শরীফ কমপ্লেক্স ও বগুড়া শেরপুর শেওলাগাড়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ্ সূফী মুফতী হযরত মাওঃ সাইয়্যেদ মোহাম্মদ আখলাকুল ইসলাম খলিফায়ে জৌনপুরীর নামে হেবা ঘোষণা পত্র দলিল করে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার বেয়াড়া-নান্দিনা মৌজা জে. এল নং ২৩ আর এস খতিয়ান নং ৯৯৬, ৯৯৭, ৯৯৮, ৯৯৯, ১০০০ খতিয়ানের উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের সিহাব উদ্দিনের সকল জায়গা একই গ্রামের শহিদুল ইসলাম ভুইয়ার কাছে বিক্রি করে। কিন্তু দীর্ঘদিন পরে সেই জায়গা গুলোই সিহাব উদ্দিনের ছেলে পীরে কামেল আখলাকুল ইসলামের নামে হেবা ঘোষণা পত্র দলিল করা হয়েছে।

Advertisements

সেই জমির নামজারী কেস নং ১৮৫০/২০২২-২০২৩ খারিজ করার জন্য আবেদন করেছেন। খারিজ বন্ধ ও প্রতিকার চেয়ে উপজেলা ভুমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানিয়েছেন, সিহাব উদ্দিন ১৯৮৫ সাল থেকে পর্যায় ক্রমে কয়েক দফায় তার সকল জায়গা আমার কাছে বিক্রয় করেন এবং দলিলও করে দেন। জায়গা কিনে নেওয়ার পর থেকেই ভোগদখল করে খাচ্ছি কিন্তু কিছুদিন আগে অবৈধ ভাবে পীর সাহেব তার বাবার কাছে থেকে হেবা ঘোষণা পত্র দলিল করে নিয়েছেন। আবার খারিজ করার জন্য আবেদন করেছেন। ভুমি কর্মকর্তার কাছে এ ঘটনার সঠিক বিচার চেয়েছি।

Advertisements

বিষয়টি নিয়ে পীরে কামেল আখলাকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জায়গার সমস্যার বিষয়ে তাদের কে বেশ কয়েক বার ডাকা হলেই তারা সমাধান করেনি। আমার বাবার নামের রেকর্ড সম্পত্তি আমাকে লিখে দিয়েছে কিন্তু তারা যেটুকু জায়গা পাবে তাদের দিয়ে দিব। জায়গায় সমস্যা নিয়ে এসিল্যান্ড আমাকে ডেকেছিল তারাই বিষয়টির সমাধান করবে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন জানিয়েছেন, অভিযোগ করে থাকলে অভিযোগের শুনানি হবে তার পর সঠিক ব্যবস্থা নিব।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC