প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুমুল জনপ্রিয়তায় বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ কখনোই খালি মাঠে গোল দিতে চায় না।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির সময়ে নির্বাচন কমিশন গঠনে কোনো মতামত নেয়া হয়নি, কোনো প্রকার সংলাপ করা হয়নি। আজ্ঞাবহ কমিশন গঠনে এককভাবে সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি।
Drop your comments: